Khoborerchokh logo

রংপুরের পীরগঞ্জে এক গৃহবধুকে প্রানণাসের হুমকি, থানায় অভিযোগ 314 0

Khoborerchokh logo

রংপুরের পীরগঞ্জে এক গৃহবধুকে প্রানণাসের হুমকি, থানায় অভিযোগ



 রংপুরের পীরগঞ্জে এক গৃহবধুকে প্রানণাসের হুমকিসহ তার পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে একটি অসহায় পরিবার। 
এলাবাসী ও অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার ২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের চেৎনাপাড়া গ্রামের মৃত-মিয়া উল­্যার পুত্র রিয়াজুল(৫৫) ও তার স্ত্রী মুন্জুয়ারা বেগম(৪২) ও রহিম উদ্দিনের পুত্র মনোয়ার হোসেন মনু(৬০) গন পুর্ব শত্র“তার জের ধরে একই গ্রামের গৃহবধূ তহসিনা বেগম,  স্বামী  মোতাল্লেব হোসেন সহ তার পরিবারের লোকজনদের বরাবরই মার ডাং সহ বাড়ী থেকে বের হর হওয়া রাস্তা বন্ধ আসছিল। যা একাধিকবার গ্রাম্য শালিশী বৈঠকে মিমাংশা করা হয়। এরই জেরধরে গত ১১ জানুয়ারী সকাল আনুমানিক ০৯ঘটিকার সময় তাহসিনা বেগমের অনুপ¯ি’তিতে উলি­খিত ব্যাক্তিদ্বয় তাহার পরিবারের লোকজনদের মারডাং করে। পাশাপাশী গৃহবধু তাহাসিনা বেগমের পরিবারের বাড়ীর রাস্তাটি বন্ধ করে দেয়া হয়। ফলে অই পরিবারটি চরম মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে গৃহবধু তাহাসিনা বেগম প্রতিবাদ করায় তাহাকেও প্রানণাসের হুমকি প্রদান করা হয়। বর্তমানে গৃহবধু তাহাসিনা সহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। উপায় না পেয়ে নির্যতিত গৃহবধুর পরিবার গত ১২ জানুয়ারী পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে অত্র ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি নিজেই ইতিপুর্বেও মিমাংশা করে দিয়েছি। কিš‘ দুঃখের বিষয় বিবাদী পক্ষ কাউকেই মানেনা, তাদের বির“দ্ধে আইনানুগ ব্যাব¯’া গ্রহনেই শ্রেয় হবে। অপরদিকে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্রের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, হ্যা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি এবং বিষয়টির দ্র“ত ব্যব¯’া গ্রহন করা হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com